Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় ১৬০ টাকায় পুলিশে নিয়োগ পেলেন ২৭ তরুণ-তরুণী

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৯:১২ পিএম


মাগুরায় ১৬০ টাকায় পুলিশে নিয়োগ পেলেন ২৭ তরুণ-তরুণী

মাগুরায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে মাত্র ১৬০ টাকায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ২৭ তরুণ-তরুণী।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের হলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম ফলাফল ঘোষণা করেন। এ সময় চূড়ান্তভাবে নির্বাচিত ২৭ জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপারের সভাপতিত্বে ও পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের নিয়ে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ২৩ জন পুরুষ এবং ৪ জন নারী প্রার্থী কৃতকার্য হয়েছেন।

শুধুমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ফি সর্বমোট ১৬০ টাকার বিনিময়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ মোট ২৭ জন প্রার্থী চাকরির জন্য নির্বাচিত হন। তিনটি কঠোর ধাপ পেরিয়ে প্রায় ২৩২২ প্রার্থীর মধ্যে চুড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হলেন ২৭ জন।

পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা বলেন চাকরি পাওয়ার জন্য প্রার্থীরা অনেক সময় সুপারিশ এবং ঘুষ দেওয়ার চিন্তা করেন। এজন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগও করতে থাকেন। তখন চাকরিপ্রার্থীদের দুর্বলতার সুযোগ নেয় দালালরা। তারা চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের সঙ্গে অবৈধ অর্থ লেনদেন করেন। পরবর্তীতে নিজ যোগ্যতায় চাকরি পেলেও ভাবেন হয়তো অবৈধ অর্থ লেনদেনের কারণেই চাকরি পেয়েছেন। তবে এসব বিষয় মাথায় রেখে পঞ্চম বারের মতো নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয় এবং সতর্কতার সাথে তা বাস্তবায়ন করা হয়।

মাগুরা জেলার পুলিশ সুপারের এই শক্ত অবস্থানের কারণে ঘুষ ও সুপারিশ ছাড়া ২৭ জনের পুলিশে চাকরি হয়েছে। এ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত কনস্টেবল নিয়োগ পরীক্ষা গ্রহণে সমর্থ হওয়ায় মাগুরাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষার্থে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য মো. আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কুষ্টিয়া বদরুজ্জামান জিল্লু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) ট্রেনিং সেন্টার কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!