দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৪, ১১:১০ এএম
দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৪, ১১:১০ এএম
দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেলেও বাসযাত্রীর এক মহিলার পরিচয় পাওয়া যায়নি। তিন ঘণ্টা সড়ক চলাচল বন্ধ থাকার কারণে রাস্তার দুই ধারে শত শত গাড়ি আটকা পড়ে থাকে। সাড়ে ১১ টার দিকে পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল শুরু হয়।
আজ শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে উপজেলার যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা কোচ হেরিটেজ স্লিপার ঢাকা মেট্রো ব-১২-১৩১৪ এর চালক আব্দুল করিম (৩০), পিতা- আমজাদ হোসেন, ভাবলাগঞ্জ, দেবিগঞ্জ, পঞ্চগড় ও দাদা নাতী পরিবহন ট্রাক ঢাকা মেট্রো ট- ৯৮৯৫৬৯ এর ড্রাইভার আনোয়ার হোসেন, পিতা- রফিকুল ইসলাম, আহাম্মেদ নগর বাজার, পঞ্চগড় এবং হাসিনা বেগম (৬০) স্বামী- এ.এম.রেজাউল করিম, সন্ধ্যারাই, রাণীশৈংকল ঠাকুরগাঁও।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল জানায়, সকাল আটটার দিকে ঢাকা হতে ঠাকুরগাঁও গামী হেরিটেজ স্লিপার কোচটি যধুরমোড় এলাকায় টার্নিং ঘুরানোর পথে রং সাইডে ছিল, সে সময় ঠাকুরগাঁও হতে দিনাজপুর যাওয়ার পথে ট্রাকটির সাথে এই সংঘর্ষ ঘটে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ১০ মাইল হাইওয়ে পুলিশ সার্জেন শেখ আরিফিন ইমরোজের নেতৃত্বে সাড়ে তিন ঘণ্টা পর সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার ইসমাইল হোসেন জানায়, ২০ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হলেও ৭ জনকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৫/৬ জন চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে । বাকিরা বর্তমানে বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল গফুর জানায়, ঘটনাস্থলে তিনজন মারা গেলেও আরেক জনের অবস্থা আশঙ্কা জনক। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তিনি আইসিইউতে রয়েছেন।
বিআরইউ