Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৪, ০৩:৫৭ পিএম


ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র শাহরুখ আকন্দ নাবিল (১৮) বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।

এ ঘটনায় আহত হয় একই কলেজের আরও দুই শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে টাঙ্গাইলে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাবিল ঘাটাইলের পাচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

জানা যায়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ওই তিন শিক্ষার্থী শুক্রবারে সকালে যমুনা সেতু এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- দুর্ঘটনার বিষয় আমরা জানতে পেরেছি। আশঙ্কাজনক আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!