Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৪, ০৫:০০ পিএম


মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

কুমিল্লার মনোহরগঞ্জের মৈশাতুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী বাজারের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মৈশাতুয়া বাজারে টিনশেটের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতও হয়েছে বলে জানিয়েছে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মাসুম মিয়া।

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরমধ্যেই ১৫টি দোকানের সব মালামাল পুড়ে যায়।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফাহরিয়া ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার খবর শুনেছি এখন দেখতে আসছি। আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা অপূরণীয় তবুও প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর।

ইএইচ

Link copied!