Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইসকনের অরাজকতার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৪, ০৬:১৬ পিএম


ইসকনের অরাজকতার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

ইসকন কর্তৃক সারাদেশে অরাজকতা, জাতীয় পতাকা অবমাননা দেশবিরোধী অপপ্রচার, আইনজীবী হত্যা এবং ভারতে বাংলাদেশি দূতাবাসে নগ্ন হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জাগ্রত জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে রহিম উল্ল্যার সঞ্চালনায় কাজীপাড়া জামে মসজিদের ঈমাম মুফতি আলমগীর হাবিব ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশিদ বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রহিম উল্ল্যার সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জাগ্রত জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এতে বক্তব্য দেন- কাজিপাড়া মসজিদের ঈমাম মুফতি আলমগির হাবিব ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, কাজী সলিম উল্ল্যা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বাংলাদেশ জামায়েত ইসলামি মাটিরাঙ্গা উপজেলা সেক্রেটারি মো.আব্দুল জলিল, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো. নুরুল ইসলাম, হেফাজত ইসলামির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মাওলানা মো. আক্তারুজ্জামান ফারুকি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল আমিন নুরু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি রকিসহ রাজনৈতিক, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!