ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৪, ০৬:৫২ পিএম
ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৪, ০৬:৫২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে ফেনী মুক্ত দিবসের আলোচনা সভা করা হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় দারুল ইসলাম ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য একেএম শামছুদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মাহমুদুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।
শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা পেশাজীবী পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক মানিক, বিশিষ্ট সাংবাদিক একেএম আবদুর রহিম প্রমুখ।
ইএইচ