দিনাজপুর প্রতিনিধি:
ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৫৮ এএম
দিনাজপুর প্রতিনিধি:
ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৫৮ এএম
দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ রয়েছে ১ কিলোমিটার বেগে।
আজ ৭ই ডিসেম্বর শনিবার দিনাজপুর আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছেন। এই মৌসুমে দিনাজপুরে এই তাপমাত্রা সর্বনিম্ন। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, এই মাসে শীতের তীব্রতা অনেক বেশি হবে। সেই সাথে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ।দিনের বেলায় সূর্য উঠলেও শীতের তীব্রতা বিরাজ বিরাজ করছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা,উত্তর দিক থেকে আশা হিমেল বাতাস ও কনকনে শীত বিরাজ করে। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ যুবু থুবু হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষেরা বেশি বেলা করে কাজে যাওয়া কাজে পাচ্ছেন না তারা।
এদিকে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। শীত জনিত রোগে শিশু ও বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রণ কাইটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নদী তীরবর্তী এলাকাবাসী শীতে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সরকারিভাবে গরম কাপড় বিতরণের আহ্বান জানিয়েছেন জেলাবাসী।
বিআরইউ