Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইন্দুরকানীতে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৩:২৭ পিএম


ইন্দুরকানীতে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫নং চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলামকে (৫৮) চরবলেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।

সে জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিমের ভাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, নাশকতার মামলার আসামি এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি এছাড়াও আরও চারটি মামলার আসামি।

ইএইচ

Link copied!