Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিজিবির তত্ত্বাবধানে থানচিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৩০ পিএম


বিজিবির তত্ত্বাবধানে থানচিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

‘পরিচ্ছন্ন থানচি, উন্নত থানচি, আসুন থানচি পরিষ্কার রাখার প্রতিশ্রুতিবদ্ধ হই’ এ প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে সাঙ্গু ব্রিজ চৌরাস্তা প্রাঙ্গণে বিজিবি, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহণ মালিক সমিতি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের উপস্থিতিতে সমন্বিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা প্রতিনিধি এসআই মো. তৌফিক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রমুখ।

এছাড়াও থানচি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, টুরিস্ট গাইড ও জনসাধারণের অংশগ্রহণে ব্যানার ও প্লে কার্ড নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন উপলক্ষ্যে র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিণ শেষে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়।

থানচি বাজার, বাসস্টেশন, সাঙ্গু ব্রিজ, উপজেলা পরিষদ রোডসহ বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে জমা করে পুড়িয়ে ফেলা হয়। তিনদিনব্যাপী আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত চলমান থাকবে।

ইএইচ

Link copied!