Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত’

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৪৮ পিএম


‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত’

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু বলেছেন, দেড় থেকে দু’বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত।  

শনিবার দুপুরে শহরের একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বলেন, ভারতের সঙ্গে বিগত সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ্যে আনতে হবে এবং বাতিল করতে হবে।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা খোলাসা করতে হবে। এটি দেশের মানুষ জানতে চায়। এছাড়া সামনের নির্বাচনে চেষ্টা থাকবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার।  

এ সময় আরও বক্তব্য দেন- দলের যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছে। সেটি হয়েছে।

এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন- দলটির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম।

ইএইচ

Link copied!