Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিএফইউজে সভাপতি

আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৫:৩৫ পিএম


আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম

বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের রুহুল আমিন গাজী ভাইকে ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে। এছাড়া আমাদের ৫ জন সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে। কিন্তু যার বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তার সুফল আমরা পাচ্ছি না কারণ যে যেখানে আগে ছিল তারা আজও সেখানেই বসে আছেন।

শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এর আগে অনেক অসুস্থ সাংবাদিক অস্বচ্ছলরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কোন সহায়তা পাননি। আমরা আশাকরি এই বৈষম্য আর থাকবে না।

ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএফইউজে ও ডিইউজের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত আবু হানিফ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!