Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক মিজানুর

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৫:৪৭ পিএম


তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক মিজানুর

ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৫ সালের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ব্যাপক নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা মো. আব্দুল কাবির।

নির্বাচন কমিশনার ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও তালতলী বন্দর মাদরাসার শিক্ষক কামরুল ইসলাম।

জানা গেছে, গত ২৩ নভেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

পরে কার্যনির্বাহী কমিটির ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ৬ ডিসেম্বর সভাপতি, সম্পাদক ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি মো.খাইরুর ইসলাম আকাশ (দৈনিক যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক) এবং সহ-সভাপতি মি. মংচিন থান (দৈনিক পূর্বাভাস) নির্বাচিত হয়।

পরে ৯টি পদের ৮টি পদের কার্যনির্বাহী পরিষদের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়।  

এ কার্যনির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক কাওসার হামিদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য মো. মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সদস্যরা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছে। আমি আরেকটি বার প্রেসক্লাবের উন্নয়ন ও সদস্যদের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। তরুণ নেতৃত্বে প্রেস ক্লাবসহ সকল সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব ইনশাল্লাহ।

ইএইচ

Link copied!