Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কালকিনিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:০৪ পিএম


কালকিনিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া

মাদারীপুরের কালকিনিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা সভাকক্ষে প্রশাসন আয়োজিত এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারসহ অন্যান্যরা।

এ সময় জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে দেশের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

ইএইচ

Link copied!