দিরাই প্রতিনিধি:
ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:০৪ পিএম
দিরাই প্রতিনিধি:
ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:০৪ পিএম
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির উপজেলা ও পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আজকে বক্তব্য দেওয়ার সময় নয় আজকে কর্মীদের কথা শুনার দিন। কর্মীরাই হচ্ছে একটি দলের প্রাণ,কর্মীরাই সিদ্ধান্ত নেবে আগামীতে কে নেতা হবে।
তিনি বলেন, আমি মনে করি দিরাই-শাল্লার মানুষের ভালোবাসাই আমার সুস্থতা। আজকে এখানে এসে আমার প্রতি তাদের যে ভালবাসা দেখলাম এটার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। দোয়া করি সবাই যেন ভালো থাকেন।
বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় শনিবার দিরাইয়ে আজমল কনভেনশন সেন্টারে এ কমী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি, দিরিাই-শাল্লার সাবেক এমপি মিফতা উদ্দিন চৌধুরী রুমি বলেন, আমাদের আরো সুশৃঙ্খল হবে। কর্মীসভায় পুলিশ আসবে, সেনাবাহিনী আসবে এটা আমি কল্পনা করিনি। আমাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে এ সভায় আসার আগে জানতাম যদি এমন হবে তাহলে আসতাম না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাঁরা শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করেন না।
তিনি বলেন, ৫ আগস্ট আমরা বিজয় চিনিয়ে এনেছি তবে বিজয় এখনও নিশ্চিত হয়নি। স্বড়যন্ত্রকারীরা সক্রিয়, তাদের প্রতিহত না করলে বিজয় আনন্দের হবে না। শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তার দুষররা এখনও দেশে রয়েছে। বাংলাদেশের বিচারব্যবস্থা প্রশাসন, পুলিশ প্রশ্নের সম্মুখীন। এসব জায়গায় আমাদের কাজ করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী, নাদির আহমদ, এডভোকেট মাসুক আলম, এডভোকেট আবুল মজাদ, আতম সালেহ, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ চৌধুরী রেজাউল হক, আনছার উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আমিনুর রশিদ আমিন, সাংগঠনিক সম্পাদক রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন যিনি উপজেলা বিএনপিতে এক জন আহ্বায়ক ও দুই জন যুগ্ম আহ্বায়ক থাকবেন। আহ্বায়খ ও প্রথম যুগ্ম আহ্বায়ক এর স্বাক্ষরে ইউনিয়ন কমিটির অনুমোদন হবে।
যিনি আহ্বায়ক হবেন তিনি পরবর্তীতে সভাপতি বা সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন না। আগামী ৮-৯ ডিসেম্বর আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে জেলা বিএনপির অফিস থেকে আবেদন সাগ্রহে করতে হবে, ১১ ডিসেম্বর তা জমা দিতে হবে।
বিআরইউ