Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:১৮ পিএম


অভয়নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও আগ্রাসনের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকায় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নির্দেশনায় মিছিলটি নওয়াপাড়া মডেল স্কুলগেটের সামনে থেকে শুরু করে প্রফেসরপাড়া মোড় ঘুরে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নুরবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওয়াপাড়া পৌর শাখার সভাপতি আলম মোল্যা, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান সবুর, স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি লিটু শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, আবু মুসা, মোহাম্মদ ইউসুফ,  মনিরুজ্জামান মনি, সুজন শেখসহ অন্যান্যরা।

ইএইচ

Link copied!