বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:৩০ পিএম
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:৩০ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
নারী শিক্ষা অ্যাকাডেমি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন সবুজকে সভাপতি ও বাংলা টিভি, দৈনিক আমার সংবাদ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামাল কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বেলা ২টায় বড়লেখা পৌরশহরে সংগঠনের কার্যালয় নেহার মার্কেটের দ্বিতীয় তলায় এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ, সহ-সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী, বড়লেখা মোহাম্মদিয়া মাদরাসার সহকারী অধ্যক্ষ আজাদ আহমদ চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক, জাহানারা বেগমকে সাংগঠনিক সম্পাদক, অলিউর রহমান মালনকে দপ্তর সম্পাদক, নজরুল ইসলামকে প্রবাসী বিষয়ক সম্পাদক, আজির উদ্দিনকে অর্থ সম্পাদক, শামীম আহমদকে প্রচার সম্পাদক, নারায়ণ কুর্মিকে সহ-প্রচার সম্পাদক ও ডা. মোহাম্মদ নুর নবীকে নির্বাহী সদস্য করা হয়েছে।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে সিদ্ধান্ত হয়।
ইএইচ