দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৪, ০৭:৫২ পিএম
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৪, ০৭:৫২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার কিসমত গনৈকড় ইউনিয়নের উদ্যোগে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উজালখলসি হাইস্কুল ময়দানে ইউনিয়ন আমির অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল খালেক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শুরা সদস্য মাওলানা আহমদ উল্লাহ, দুর্গাপুর উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, তাহেরপুর পৌর আমির শহীদুজ্জামান মীর, সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি, জেলা শিবির সভাপতি রুবেল আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিবেশী রাষ্ট্র থেকে কূটকৌশল অব্যাহত আছে। জামায়াত নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা করেন।
ইএইচ