Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

সুন্দর স্বাস্থ্যসেবা গড়তে ফার্মাসিউটিক্যালস ম্যানেজারস ফোরাম গঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:০১ পিএম


সুন্দর স্বাস্থ্যসেবা গড়তে ফার্মাসিউটিক্যালস ম্যানেজারস ফোরাম গঠিত

সুন্দর স্বাস্থ্যসেবা গঠনের লক্ষ্যে জামালপুরে ফার্মাসিউটিক্যালস ম্যানেজারস ফোরাম গঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বেসরকারি এমএ রশিদ হাসপাতালে পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বেনহাম ফার্মা লিমিটেডের ম্যানেজার ও বড়পির হজরত আব্দুর কাদের জিলানী (র.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান (সোহেলে)।

অনুষ্ঠানে কুমুদিনী ফার্মা লিমিটেডের ম্যানেজার ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আহম্মদ আলী আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বেসরকারি  ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ  সম্পাদক মোস্তফিজুর রহমান বাপ্পী, বিসিডিএসের সভাপতি রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সাইদ, ম্যানেজার ফোরামস শেরপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন, ম্যানেজার ফোরামস জামালপুর জেলা উপদেষ্টা মনোরঞ্জন ধর, মো. ছামিউল হক ও মো. রোকনুজ্জামান প্রমুখ।

এর আগে নবগঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

ইএইচ

Link copied!