Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাটখিলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২৪, ০১:৪১ পিএম


চাটখিলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) রজত জয়ন্তী উপলক্ষ্যে শনিবার বিকালে চাটখিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসপ‍‍`র কেন্দ্রীয় সভাপতি এম. গিয়াসউদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রতন ভুঁইয়া।

এ সময় সংগঠনের সকলস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

চাটখিল পৌর শহরের এক চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা শেষে জিসপ‍‍`র নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে মনোনীত হওয়ায় ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রতন ভুঁইয়াকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইএইচ

Link copied!