Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ যাত্রীর লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ৮, ২০২৪, ০২:৩২ পিএম


বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ যাত্রীর লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে এই তিনজনের ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।  

এই তিনজনের মধ্যে দুজন যাত্রী এবং অন্যজন স্পিডবোটটির চালক। এনিয়ে এই দুর্ঘটনায় চারজনের লাশ উদ্ধার হলো।

নৌ পুলিশ জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে একে একে দুর্ঘটনাস্থল কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট সংলগ্ন নদীতে তিনটি লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার কর।

এখনো একজন যাত্রীর নিখোঁজ থাকার তথ্য আছে। সজল দাস  (৩০) নামে ওই যাত্রী  বরিশাল নগরের বিমান বন্দর থানার রহমতপুর এলাকার দুলাল দাসের ছেলে।

তিনি ভোলায় ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে চাকরি করতেন।

বরিশাল সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সনাতন চন্দ্র সরকার বলেন, দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকেই লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। এসব লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে তিনটি লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইএইচ

Link copied!