মো. আবদুল হালিম, কক্সবাজার
ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:২৩ পিএম
মো. আবদুল হালিম, কক্সবাজার
ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:২৩ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা পাঁচ শাতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
হাইকোর্টের আদেশ বাস্তবায়নে দোকানপাট ও অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
শনিবার বেলা ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো ঝিনুক মার্কেটে উচ্ছেদ অভিযান চলমান রেখেছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী এ অভিযান শুরু করেন।
এ সময় দোকানের মালিক ও হকারদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে মাইকিং করার পর যেগুলো বহাল থেকে গেছে সেগুলো সরিয়ে সৈকতের সৌন্দর্য ফিরিয়ে এনেছে প্রশাসন।
ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, হাইকোর্টের আদেশে সৈকতের বালিয়াড়ি থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ আদেশ অনুযায়ী সৈকতের দখল ছেড়ে দিতে সবাইকে আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। যারা আহ্বানে সাড়া দেয়নি তাদেরগুলো উচ্ছেদ করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ আমার সংবাদকে জানান, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সৈকতের লাবণী থেকে কলাতলী পর্যন্ত অন্তত ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ৷
অন্যদিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিবারই ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন তারা।
ইএইচ