ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ডিসেম্বর ৯, ২০২৪, ১২:০৮ পিএম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ডিসেম্বর ৯, ২০২৪, ১২:০৮ পিএম
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ।
ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান প্রমুখ।
বিআরইউ