Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০২:৩৫ পিএম


মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবারোধী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান।

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন, মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান মাস্টার ও সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী‍‍`র সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুন্নবি মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম ও নদীরবাসি চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

ইএইচ

Link copied!