Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সরিষাবাড়ীতে ৫ জয়িতা পেল বিশেষ সম্মাননা

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০২:৫৮ পিএম


সরিষাবাড়ীতে ৫ জয়িতা পেল বিশেষ সম্মাননা

জামালপুরের সরিষাবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতাদের মাঝে সনদ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার (ওসি) মো. চাঁদ মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বাহাদুর আলী, সাধারণ সম্পাদক মো. আন্নু মিঞা, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ।  

আলোচনা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জুবেদা খানম, সফল জননী হিসেবে রেহানা পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে রাখা হ্যাপী, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন গড়ায় কুসুম বেগম ও শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রুমি আক্তারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

ইএইচ

Link copied!