Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

ডিসেম্বর ৯, ২০২৪, ০৩:০৩ পিএম


বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগান নিয়ে বরিশাল দুর্নীতি দমন কমিশনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের স্থানীয় সরকার যুগ্মসচিব পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় পরিচালক মো. মোজাহার আলী সরদার। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা দুর্নীতিবিরোধী কার্যক্রমসহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।


বিআরইউ

Link copied!