Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে অসুস্থ আ.লীগ নেতার শয্যাপাশে জেলা বিএনপির সভাপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০৩:১০ পিএম


কিশোরগঞ্জে অসুস্থ আ.লীগ নেতার শয্যাপাশে জেলা বিএনপির সভাপতি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মুর্শিদ উদ্দিন আহমেদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার গ্রামের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

মুর্শিদ উদ্দিন দীর্ঘ দিন যাবত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।

রোববার রাত ৯টার দিকে শরীফুল আলম উপজেলার উছমানপুর ইউনিয়নের মুর্শিদ উদ্দিন আহমেদের নিজ বাড়িতে গিয়ে তার শয্যাপাশে বসে স্বাস্থ্যের ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহআলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব, মোখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন আল রশিদ হারুন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!