Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, প্রাণ গেল মায়ের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০৪:৪৭ পিএম


সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, প্রাণ গেল মায়ের

গাজীপুরের শ্রীপুরে শিশুসন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত রাফসা।

নিহত নাসরিন আক্তার (৩৫) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া নিলফা বাজার গ্রামের এনামুল হকের মেয়ে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সাতখামাইর বাজার রেললাইন এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সাতখামাইর রেলস্টেশনে প্লাটফর্ম থেকে ১০০ গজ উত্তরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেসের সামনে নাসরিন আক্তার (৩৫) তার বাচ্চা রওজাতুল জান্নাত রাফসা (১১) মাসকে নিয়ে আত্মহত্যা করার জন্য ট্রেনের সামনে এসে ঝাপ দেয়।

পরবর্তীতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। তার সঙ্গে থাকা কন্যা শিশুটি গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়।

ইএইচ

Link copied!