কুড়িগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:২৯ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:২৯ পিএম
বিবিসি ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় কুড়িগ্রামের চিলমারীর রিকতা আখতার বানুর নাম স্থান পাওয়ায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রিকতা আখতার বানু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য লার্নিং ডিজঅ্যাবিলিটি স্কুল প্রতিষ্ঠা ও সমাজসেবামূলক কাজ করে বিবিসি ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় থাকায় কুড়িগ্রামের জন্য তার গৌরবজনক অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তার প্রতিষ্ঠিত স্কুলটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে উদাহরণ সৃষ্টি করেছে।
রোববার দুপুরে চিলমারীতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান, মো. ইসলাম ফারুকী, সংগঠক মুতাসিম বিল্লাহ তাজ, সাজ্জাদ সাফিন বিন মতিন, আব্দুর রহমান পারভেজসহ সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির।
ইএইচ