Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:৪৫ পিএম


নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

‘নতুন বাংলাদেশ, দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও তথ্যমেলা ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সচেতন নাগরিক কমিটি, টিআইবি নাটোর শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকাল ৯টায় কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে ফিরে আাসে।

সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তথ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসমা শাহিন।

এছাড়াও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা শিশু কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
২ দিনব্যাপী অনুষ্ঠিত এ তথ্যমেলায় আলোচনা সভার পাশাপাশি গণশুনানি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ইএইচ

Link copied!