Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জয়পুরহাটে গাঁজাসহ ‘কুখ্যাত মাদক কারবারি’ ইব্রাহিম গ্রেপ্তার

জয়পুরহাট  প্রতিনিধি:

জয়পুরহাট প্রতিনিধি:

ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:৫১ পিএম


জয়পুরহাটে গাঁজাসহ ‘কুখ্যাত মাদক কারবারি’ ইব্রাহিম গ্রেপ্তার

অভিনব কায়দায় মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি ইব্রাহিমকে জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তার ইব্রাহিম (৩০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরাবাদ বলবদী এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে।

সোমবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গতকাল সন্ধ্যায় অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ‌র‍্যা-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ অভিযানিক দল আটক করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‍্যাবের ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিআরইউ

Link copied!