দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:০৩ পিএম
দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:০৩ পিএম
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
সোমবার বেলা ১২টায় উপজেলা ফটক থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, নারী নেত্রী বিলকিস চৌধুরী প্রমুখ।
পরে, নবাবগঞ্জের ৪ জয়িতাকে সংবর্ধনা জানানো হয়।
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ইয়াসমিন আক্তার, শিক্ষা ও চাকরিতে নুরজাহান আক্তার, সফল জননী ছাহেরা খাতুন ও সমাজ উন্নয়নে সিনথিয়া বিশ্বাসকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা জানানো হয়।
ইএইচ