কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:১২ পিএম
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:১২ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় থেকে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ডের অদূরে বালুর মাঠ এলাকা থেকে ডাকাত দলের ওই দুই আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
ডাকাত দলের সদস্য মো. হাসান (২০) ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে এবং অপরজন মো. শিমুল (২৭) গাড়ির হেলপার ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগন্যাল দেয়। তাদের সিগন্যাল অমান্য করে পিকআপটি বেপরোয়া গতিতে চলে গেলে পিকআপটিকে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
ওই কর্মকর্তা আরও জানান, এসময় ৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ২জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ৭টি ককটেল, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ব্যবহৃত পিকআপটির জব্দ করা হয়েছে।
ইএইচ