Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:২৪ পিএম


সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে নগরীর চৌহাট্টাস্থ  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়ে বেলা ১১টায় সংগঠনের ওয়ার্ড ও থানা শাখার নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড-ব্যানার-ফেস্টুন সম্বলিত এক বিরাট র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশে মিলিত হয়।

সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন মানি না, মানবো না। ’২৪ এর লক্ষ্য পূরণ করো, দুর্নীতিবাজদের শায়েস্তা করো। আমলাতন্ত্র বন্ধ করো, গণতন্ত্র প্রতিষ্ঠা করো এই সমস্ত শ্লোগানে মুখরিত হয় রাজপথ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৯ সালের ন্যায়পাল ছিল নামমাত্র ন্যায়পাল। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি বন্ধে ও রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে শক্তিশালী ন্যায়পাল গঠনের পাশাপাশি আর্থিক জোগান সরকারকে নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন দুর্নীতির উৎসস্থল। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিষয় সম্পত্তির হিসাব প্রতি বছর দাখিলের বিধান কার্যকর করার পাশাপাশি ২০০৮ সাল প্রণীত স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ পৃথকীকরণের পদক্ষেপ হিসেবে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা সরকারের দুর্নীতি ও অন্যায় বন্ধে তত্ত্ববধায়ক সরকারের মেয়াদ ২ বছর এবং নির্বাচিত সরকারের মেয়ার ৬ বছর করার বিধান চালু করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন বলেন, সংস্কারের পূর্বে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করলে তা হবে ছাত্র-জনতার প্রত্যাশার চরম বরখেলাপ।

তিনি বলেন, সব প্রতিকূলতা মোকাবেলা করে সংস্কার সাধন করেই জাতীয় নির্বাচন করতে হবে। কারণ নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করার ইতিহাস রয়েছে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেট, সাবেক প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মানবাধিকার সংগঠক সৈয়দ আকরাম আল সাহান, কেন্দ্রীয় সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, অরুণ চন্দ্রনাথ অ্যাডভোকেট, ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের সভাপতি আমিনুল ইসলাম বকুল, ড. চিন্ময় চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতোয়ালি ফলিক, ফুলবাড়ি ইউপি মেম্বার এনামুল হক আবুল, যশহ জেলা সমন্বয়ক দন্ত চিকিৎসক হারুনুর রশীদ, শিক্ষানবিশ আইনজীবী মো. তামিম রহমান চৌধুরী, মিজান গাজি, ডা. মো. টুনু মিয়া আনসার, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, রফিকুল ইসলাম শিতাব, আফছরুজ্জামান আফছর, কয়েছ আহমদ সাগর, ব্যবসায়ী নেতা লায়েক আহমদ, সমাজসেবী ওসমান আলী, ব্যবসায়ী তাজ উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, কাওছার বখত রাসেল, রেজাউল করিম লিটন, হেলাল আহমদ চৌধুরী, শেখ মো. দীপু, আরিফুল ইসলাম নাহিদ, মহানগর হকার্স সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন ইসলাম, পিয়ার হোসেন, হকার্স নেতা খলিল আহমদ, জানে আলম, তাজ উদ্দিন, যুবনেতা এন.আই নজর, রিকশা শ্রমিক নেতা আনোয়ার হোসেন, ইকবাল আহমদ, গোয়াইনঘাটের সমাজসেবক মঈন উদ্দিন প্রমুখ।

ইএইচ

Link copied!