Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা

শিবগঞ্জে বাবা-ছেলে-গোমস্তাপুরে ভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:২৯ পিএম


শিবগঞ্জে বাবা-ছেলে-গোমস্তাপুরে ভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কালিনগর গ্রামের মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন (১৮) এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত খোদাবক্স আলীর ছেলে ভ্যানচালক বাবর আলী (২৫)।

সোমবার বিকেল তিনটার দিকে মোটরসাইকেল যোগে মিজানুর ও তার ছেলে সাগর বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ফুলতলা মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মিজানুর মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় সাগরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পর সাগরও মারা যান। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে রয়েছে।
অন্যদিকে গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাবর আলী নিজ বাড়ি পাথর পূজা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক তার ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে ভ্যানসহ বাবর আলী রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার দেহের ওপর উঠে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি খায়রুল বাসার আরো জানান, পুলিশ বাবরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!