গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৩৫ পিএম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৩৫ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের পদোন্নতি জনিত বদলিতে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রদীপ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ৩৪তম বিবিএস ক্যাডার। তিনি পদোন্নতি পেয়ে নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।
এ সময় বক্তারা গত এক বছরে তার কর্মময় দিন গুলো নিয়ে আলোচনা করেন এবং তার আগামী দিনগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে।
ইএইচ