আখাউড়া প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৪০ পিএম
আখাউড়া প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৪০ পিএম
লংমার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপির তিন অঙ্গসংগঠন।
সোমবার সন্ধ্যায় লংমার্চ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পরিদর্শনে এসে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের পক্ষে এ বার্তা দেওয়া হয়েছে।
সন্ধ্যা ছয়টায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না।
সাংবাদিকদের তিনি বলেন, `লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথাও কি করবো সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।`
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, `বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপোষহীন। বিএনপি চেয়ারপার্সন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।`
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে দেখান।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লংমার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।
ইএইচ