Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান পালিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ডিসেম্বর ১০, ২০২৪, ০২:১১ পিএম


সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান পালিত

বাংলাদেশ স্থানীয় সরকারের আওতায় উপজেলা প্রশাসনের সহায়তায় নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার গ্রেট ১ এর পরিচালক মো. আব্দুল কাইয়ুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মন্জুরুল মোর্শেদ,উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান , সমাজসেবা কর্মকর্তাসহ অনেকে। 

এসময় গ্রাম পুলিশদের উপর বিভিন্ন অর্পিত দায়িত্ব পালনে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে।

বিআরইউ

Link copied!