ডামুড্যা প্রতিনিধি:
ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:৫৭ পিএম
ডামুড্যা প্রতিনিধি:
ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:৫৭ পিএম
শরীয়তপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন ডামুড্যা উপজেলার সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাইনউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল মালেক , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহালম সিদ্দিকী , ডামুড্যা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক, শরীয়তপুর জেলার জামায়াত ইসলামী সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজী, ডামুড্যা পৌরসভা বিএনপির সভাপতি আলমগীর মাদবর, উপজেলা যুবদলের সভাপতি উজ্জল সিকদার,ডামুড্যা পৌরসভা জামায়াত ইসলামী আমীর কবির হোসেন, ডামুড্যা পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জুয়েল,মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে ডামুড্যা উপজেলার চলমান সমস্যাগুলি তুলে ধরেন। মাদক সমস্যার বিস্তার এবং অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সকল সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নতুন জেলা প্রশাসকের সহযোগিতার আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এর আগে ডামুড্যা পৌরসভা, ডামুড্যা পৌরসভা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় পরির্দশন করেন।
বিআরইউ