Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে ছাত্রদলের মানববন্ধন

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:০৩ পিএম


আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে ছাত্রদলের মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বরিশালে বিভিন্ন কলেজের সামনে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গুমের শিকার ছাত্রদলের সকল নেতা কর্মীদের ও সকল নাগরিকের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বেলা ১২ টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সামনে মানববন্ধন করে বিএম কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।

মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বক্তারা বলেন, দেশে যে সকল গুম, হত্যা ও নির্যাতন হয়েছে তা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে এর সুষ্ঠু বিচার করতে হবে। তাই দেশের সকল মানুষকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিও জানানো হয়।
আয়োজিত মানবন্ধনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্র দল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর, রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর বিভিন্ন কলেজের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্‌যাপন পর্ষদ। সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করে তারা। এতে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলাসহ বরিশালের বিভিন্ন সংগঠন অংশ নেয়।

আয়োজিত মানববন্ধনে বিএনডিএন এর সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, অধ্যাপক আমিনুর রহমান খোকনসহ আরো অনেকে।

বিআরইউ

Link copied!