Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লা মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:৫৬ পিএম


কুমিল্লা মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়াম হল রুমে গতকাল মঙ্গলবার সকালে কর্মরত
চিকিৎসক নার্স ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, এনজিও কর্মীকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ জন সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের
বিভাগীয় প্রধান ডা. মো. হেলালু রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম তিনি বলেন সাম্প্রতিক সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক রোগী মারা  যাচ্ছে। বাসা বাড়ি আঙ্গিনায় জমে থাকা পানি সব সময় পরিষ্কার রাখতে হবে।

বাসা বাড়িতে ঘুমানোর সময়  শিশু কিশোর  বয়োবৃদ্ধরা যেন মশারি ব্যবহার করার  অনুরোধ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: মো. জাহাঙ্গীর আলম মজুমদার উপাধ্যক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. মাসুদ পারভেজ, ডা. নিহার রঞ্জন মজুমদার, ডা. সুচিশ্রী সাহা প্রমুখ।

আরএস

Link copied!