নেত্রকোণা প্রতিনিধি :
ডিসেম্বর ১১, ২০২৪, ০২:২৫ পিএম
নেত্রকোণা প্রতিনিধি :
ডিসেম্বর ১১, ২০২৪, ০২:২৫ পিএম
‘বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনার নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি), ময়মনসিংহ এই সেমিনারের আয়োজন করে।
আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে ময়মনসিংহ আঞ্চলিক সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সেমিনারে বক্তারা, অচিরেই সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণের উদাত্ত আহ্বান জানান।
বিআরইউ