Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে বড় জায়ের লাথিতে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০২:৪৮ পিএম


বাঞ্ছারামপুরে বড় জায়ের লাথিতে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় জায়ের লাথিতে তিন সন্তানের জননী ‘ছোট জা’ ছনি বেগম নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছনি বেগম কালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ নবী হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রাধানগর গ্রামে তার বাবার নাম আব্দুল খালেক।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় ৬ জনকে আসামি করে সনি বেগমের পিতা আব্দুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়ন কালিকাপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় মাথা থেকে গোবরের বোঝা না নামানোকে কেন্দ্র করে নিহত ছনি বেগমের বড় জা আনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ারা বেগম ছনি বেগমের তলপেটে লাথি ও কিল ঘুসি মারে। এতে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে রাত সাড়ে সাতটার সময় রাস্তায় মারা যান ছনি বেগম।

সনি বেগমের পরিবার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এনে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, বড় জায়ের গোবরের বোঝা মাথা থেকে নামিয়ে দেয়নি বলে সে আমার মেয়ের তলপেটে লাথি মেরে হত্যা করে। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার দাবি করছি।

নিহতের চাচা মহসিন মাস্টার বলেন, আমার ভাতিজিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে তার বড় জা আনোয়ারা বেগম। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে হত্যাকারীর ফাঁসির দাবি করছি।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!