Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল বিষয়ক কর্মশালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:১৮ পিএম


ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল বিষয়ক কর্মশালা

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার ও সুইচকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পৌর কো-অর্ডিনেটর দুলাল হোসেন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

কর্মশালায় ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা (গভর্নেন্স) জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালা বাস্তবায়নে দলীয় কাজের মাধ্যমে আইন ও নীতি বাস্তবায়নে বর্তমান অবস্থা ও সমস্যা সমূহ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!