Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হবিগঞ্জে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৩৩ পিএম


হবিগঞ্জে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ পৌরসভা মাঠে বুধবার এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

কৃষক দলের সভাপতি মফিজুর রহমান বাচ্চু মিয়ার  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসন আমলে বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা-মামলা, গুম, খুন ও মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানি তাদের পেশা ছিল। কোন নেতাকর্মী এদের অত্যাচার নির্যাতনে একদিন শান্তিতে ঘুমাতে পারেনি। বিচার বিভাগ ছিল তাদের নিয়োজিত লোকের কবলে। ন্যায় বিচার পর্যন্ত পাওয়া যায়নি।

পরে হবিগঞ্জ শহরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!