Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পোরশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল ১ জনের

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৪১ পিএম


পোরশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল ১ জনের

নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পোরশা থানা পুলিশ।

বুধবার সকাল ৮টার সময় শিশা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, পোরশা নিতপুর থেকে কিছু যাত্রী নিয়ে বাসটি নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। বাসটি শিশা বাজার পার হয়ে মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পাওয়াই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত নারীর নাম মোছাম্মদ রুবিয়া বেগম (৫৫)।

পোরশা থানার অফিসার ইনচার্জ মো. শাহিন রেজা বলেন, ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 
ইএইচ

Link copied!