মিরাজ আহমেদ, মাগুরা
ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৪৬ পিএম
মিরাজ আহমেদ, মাগুরা
ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৪৬ পিএম
মাগুরায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় শহরের ভায়না মোড়স্থ বিএনপি অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
আলোচনা শেষে কৃষক দলের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, কৃষাণ-কৃষাণী সেজে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক (ঢাকা রোড) প্রদক্ষিণ করে পারনান্দুয়ালী গিয়ে শেষ হয়।
সভায় কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কিজিল হাসান খান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ মাগুরা জেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মীরা।
ইএইচ