Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে মুজাহিদ কমিটির দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:১৩ পিএম


নাগরপুরে মুজাহিদ কমিটির দোয়া মাহফিল

বাংলাদেশ মুজাহিদ কমিটি গয়হাটা ইউনিয়ন শাখা যুব কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে জামিয়া ইসলামিয়া তালিমুল কোরআন ওয়াস্ সুন্নাহ্ মহিলা মাদরাসার উন্নয়নকল্পে ও হাফেজা ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার গয়হাটা ইউনিয়নের আগ-আকুটিয়া ও আগত গয়হাটা সংলগ্ন রসুলপুর বনগ্রাম দক্ষিণপাড়া মহিলা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া।

বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মোহাম্মদ সিদ্দিক মোল্লা এবং মাওলানা সুলাইমান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গয়হাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান আসকর, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুনুর রশিদ মিয়া, কাজী আব্দুল্লাহ হেল বাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারড়া ইউনিয়ন পূর্ব শাখা সভাপতি মাওলানা জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, মো. জহির খান, গয়হাটা ইউনিয়ন শাখা সেক্রেটারি মো. ইস্কেন্দার আলী, বিশিষ্ট ঠিকাদার হাফেজ মোহাম্মদ আজগর আলী, মোহাম্মদ আকিদুল ইসলাম, ব্যবসায়ী মো. ফিরোজ আলম, প্রবাসী মো. আবুল হোসেন রাজু প্রমুখ।

ইএইচ

Link copied!