Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

জয়িতা সম্মাননা পেলেন প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:৪২ পিএম


জয়িতা সম্মাননা পেলেন প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম

মাদারীপুরের কালকিনিতে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যিনি জয় করে নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার মন ও সমাজ তিনিই জয়িতা।

একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা। এ বছর বেগম রোকেয়া দিবসে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে জয়িতা সম্মাননা পেয়েছেন প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম।

তিনি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

হোসনেয়ারা বেগম কালকিনি উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও উপজেলার ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন অ্যাকাডেমির প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেনের সহধর্মিণী।

উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন।

ইএইচ

Link copied!