ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:৪৬ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:৪৬ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মহিউদ্দিন টিটু ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন মহিসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পদ্মাকর ইউনিয়নের শ্রমিক দলের কর্মী সমাবেশে নতুন এ কমিটি নাম ঘোষণা করা হয়।
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন হোসেন জোয়ার্দ্দার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক মাজেদুল হক লিটন, সহ-শ্রম বিষয়ক খায়রুজ্জামান লিটু, সদর থানা শ্রমিক দলের সভাপতি ঠান্ডু মিয়া, সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন আলম, সদর থানা ছাত্র দলের সদস্য সচিব সাকিব আহমেদসহ অন্যান্যরা।
নবগঠিত এ কমিটিকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইএইচ