Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুরে পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:২২ পিএম


কাশিমপুরে পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

গাজীপুর মহানগরীর কাশিমপুরের একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মেশিন ও কাপড়সহ প্রায় এককোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জের মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ নামের একটি মিনি পোশাক কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মনির হোসেনসহ দুইজন পার্টনারে পোশাক তৈরির উদ্দেশ্য ওই কারখানা ভাড়া নেয়। প্রায় দুই-তিন বছর ধরে দেড় শতাধিক শ্রমিক নিয়ে এখানে কাজ করে আসছিলেন। তারা বর্তমানে গাজীপুরের শ্রীপুর এলাকার পোস্টার এ্যপারেলস লি. নামের একটি কারখানার সাব কন্ট্রাকের কাজ করে আসছিল।

বুধবার রাতে ৭০ লক্ষ টাকার পোশাক শিপমেন্ট করার কথা। কিন্তু মঙ্গলবার রাতেই পোস্টার অ্যাপারেলস কারখানার ডিজিএম লিটনসহ আরও ১০-১৫ জন লোক এসে শিপম্যান্টের পোশাকসহ সকল মেশিনপত্র নিয়ে যায়। এ সময় মনির হোসেনসহ পার্টনারে থাকা দুইজন মালিককে অফিসের ভেতর জিম্মি করে এ ঘটনা ঘটায়।

মনির হোসেন জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে লিটনসহ ১০-১৫ জনের একটি  দল ওই কারখানায় হানা দিয়ে কারখানা নিরাপত্তাকর্মীসহ আমাদের মারধর করে বেঁধে ফেলে। পরে কারখানা থেকে  ফেব্রিকস, কাটিং মেশিন, সুইং মেশিন ও  ওভার লকিং মেশিনসহ প্রায় এক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে। পরে লুট করা মালামালগুলো কাভার্ডভ্যানে তুলে নিয়ে যায়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে দেখে তাদের কাজের মেশিনপত্র নেই।

রোজিনা নামের এক শ্রমিক জানান, আমরা কাজ মেশিনে কাজ করেছি। বুধবার আমাদের বেতন দেয়ার কথা ছিল। কিন্তু অফিসে এসে দেখি কোন মেশিনপত্র নেই।

এ ঘটনায় ভবনের মালিক জহির উদ্দিন জানান, আমি মনির হোসেনকে ৩৩টি মেশিনসহ এই ভবন ভাড়া দেই। আজ সকালে খবর পেয়ে এসে দেখি আমার মেশিনসহ ভেতরে থাকা কোন মেশিন নেই।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!